• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘ওয়ার্ল্ড এক্সপো ২০৩০’ আয়োজনে সৌদিকে বাংলাদেশের সমর্থন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

বৈশ্বিক প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো ২০৩০’ আয়োজনে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে এক চিঠির মাধ্যমে এ সমর্থন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাষ্ট্রপতির এ চিঠি বুধবার (১০ আগস্ট) সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে হস্তান্তর করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

রিয়াদে ‘ওয়ার্ল্ড এক্সপো ২০৩০’ আয়োজনের জন্য এরই মধ্যে ব্যুরো ইন্টারন্যাশনাল ডেস এক্সপোজিশন (বিআইই) বরাবর আবেদন করেছে সৌদি আরব।

এ প্রদর্শনীর আয়োজনে আগ্রহী দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইতালি এবং ইউক্রেনও। অবশ্য এখন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। আগামী বছরের জুনে আয়োজক চূড়ান্ত করবে বিআইই।