• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সাইবার জগৎ ব্যবহার করা হচ্ছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

 বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বানচাল করতে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে সাইবার জগৎকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত ‘সাইবার সিকিউরিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট ২০২২' শীর্ষক সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সংগঠনের মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এবং আইটি সোসাইটির সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সাইবার জগৎ এখন অনেক প্রাণবন্ত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে এ দেশকে আলোকিত করেছেন। তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।  

তিনি বলেন, সাইবার নিরাপত্তা বজায় রাখতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন থাকতে হবে।  

সাইবার জগতে নিরাপত্তার লক্ষ্যে বর্তমান সরকার নানা কার্যক্রম পরিচালনা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিকে অবহেলা করার কোনো সুযোগ নেই তবে প্রযুক্তির প্রভাবে যাতে আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে না যায়। শুধুমাত্র সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা না করে শিক্ষার্থীদের সিলেবাসের বাইরেও জ্ঞানের চর্চা করতে আহ্বান জানান তিনি।