• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভারতে দেড় বছর জেল খেটে দেশে ফিরল তিন যুবক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন। এরপর সে দেশে দেড় বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে তিন বাংলাদেশি যুবক। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা যুবকরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনারবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে (২৪), একই থানার রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) এবং লক্ষীপুর জেলার চন্দ্রাগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে সালাউদ্দিন (২৫)।

সালাউদ্দিন বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের মহারাষ্ট্র শহরে যায়। সেখানে যাওয়ার পর পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে। পরে আমাদের দেড় বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরেছি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিন বাংলাদেশি যুবক দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।