• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার নীতিমালার কাজ চলমান রয়েছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংসদে সরকার দলীয় সদস্য এম. আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৬ জুন) সংসদে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, গাড়িতে জাতীয় পতাকা এবং সরকারি মনোগ্রাম বা প্রতীক ব্যবহার সংক্রান্ত ‘বাংলাদেশ ন্যাশনাল এনথিম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্ল্যাম অর্ডার, ১৯৭২’ নীতিমালা রয়েছে। বিদ্যমান ওই আইনে এ সংক্রান্ত অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।