• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নারায়ণগঞ্জে মাদকবিক্রেতার ১৪ বছরের কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাবুল মাঝি (৪২) নামে এক মাদকবিক্রেতাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত বাবুল ফতুল্লার চিতাশাল এলাকার বাসিন্দা কাঞ্চন মাঝির ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি দল ২০১৮ সালের ৩০ জুলাই ফতুল্লার চিতাশাল এলাকায় নূর মোহাম্মদের পঞ্চম তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ বাবুলকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ওয়াহিদুজ্জামানের দায়ের করা মামলায় আদালত রায় সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

এর আগে বাবুল আদালত থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন।