• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আবরার হত্যা : চার্জশিট গ্রহণের শুনানি দুপুরে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

 

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় আদালতে দাখিলকৃত চার্জশিট সিএমএম আদালতে উপস্থাপন হবে আজ।সোমবার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছিল। গত ১৩ নভেম্বর মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আদালতে তা দাখিল করেছেন। 
সূত্র জানায়, ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আমলী আদালতে এদিন বেলা ১১টার দিকে চার্জশিটটি উপস্থাপন করা হবে। চার্জশিটের ২৫ জন আসামির মধ্যে চারজন আসামি পলাতক রয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।
উল্লেখ্য, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন ফাহাদ রাব্বী। তিনি বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে থাকতেন। গত ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে গত ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।