• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ডেসটিনির ৩৯ জনকে গ্রেফতারে রেড নোটিশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ জুন ২০২২  

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনির পলাতক ৩৯ জনকে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাব মহাপরিচালকের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেসটিনির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় নিম্ন আদালতে ৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন আবেদন করা হয়। এ সময় ওই আবেদন খারিজ করে রেড নোটিশ জারির নির্দেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ১২ মে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু একই মামলায় কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে  চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।