• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গৌরনদীতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা আদায়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মূল্য তালিকা না থাকায়, মেয়াদ উর্ত্তীন ওষুধ বিক্রি ও অতিরিক্ত মূল্য নেয়ার দায়ে ১৭ মার্চ বিকেল ৫টা উপজেলার টরকী বন্দর ও গৌরনদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের বিচারক এবং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান এ অভিযান চালিয়ে জরিমানা করেন।

উপজেলা ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, দোকানে পন্য তালিকা না থাকায়, মেয়াদ উর্ত্তীন ওষুধ বিক্রি ও অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে টরকী বন্দরের ব্যবসায়ী আঃ কাদের শামীমকে ১০ হাজার টাকা, গৌরনদী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেনকে ৩ হাজার টাকা, মোঃ রাকিব সরদারকে ২ হাজার টাকা ও শুভ সাহাকে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার এসআই মুজিবুর হক।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, যে সব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই, মেয়াদ উর্ত্তীন ওষুধ বিক্রি ও অতিরিক্ত মূল্য নেয়ার ওই সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান গৌরনদীতে সব সময় চলমান থাকবে।