• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ মে ২০২৪  

বরিশালের গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেনীর ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। এসময় স্কুল ছাত্রীর পিতাকে দুই হাজার টাকা জরিমানাসহ বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী গ্রামের মো.আলী হোসেন হাওলাদারের মেয়ে ও পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া ইসলাম বৃষ্টি সাথে ৮ মে পাশ্ববর্তী এলাকার ছালাম মৃধার ছেলে মামুন মৃধার বিয়ের আয়োজন ছিল। তবে স্কুল ছাত্রীর বিয়ের বয়স হয়নি।

এঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খান জানতে পেরে পুলিশ নিয়ে ৮ মে বিকেল ৫টায় স্কুলছাত্রী(কনের) বাড়িতে হাজির হন। এসময় কনের পিতা মো.আলী হোসেন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খান দুই হাজার টাকা জরিমানাসহ কনের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী ও উপজেলা নির্বাহী অফিসের শিপন মিয়াসহ প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী বলেন, স্কুল ছাত্রীর বিয়ের বয়স না হওয়ায় বিয়ে দেওয়ায় স্কুল ছাত্রীর পিতাকে জরিমানা করা হয়েছে। এবং ছাত্রীর পরিবার থেকে বাল্য বিয়ে না দেওয়ার মুচলেখা নেওয়া হয়েছে।