• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সাড়ে ৫২ কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানায়।

 

jagonews24

আইএসপিআর জানায়, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে রোববার পর্যন্ত ৫২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৭ লাখ ২৯ হাজার মিটার অবৈধ জাল ও এক হাজার ৪২৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে নৌবাহিনী।

এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

jagonews24

 

গত ৭ অক্টোবর শুরু হওয়া এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌ-সদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করেন।