• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

ছদ্ম বেশে গেলেন রাস উৎসবে, ফিরলেন জরিমানা দিয়ে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

তীর্থযাত্রীদের সঙ্গে হিন্দু বে‌শে দুবলার চরের রাস উৎসবে যাওয়ার পথিমধ্যে ২৫ মুসলমানকে আটকের পর জরিমানা করে বাড়িতে ফেরত পাঠিয়েছে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম জানান, সোমবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মোংলার সুন্দরবনের নন্দবালা এলাকা দিয়ে দুবলারচরগামী একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটিতে ৩৮ জন লোক ছিলেন। আটকের পর তাদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছিল। তখন হিন্দু তীর্থযাত্রীদের মধ্যে ২৫ জনই ছিলো মুসলমান। ট্রলারে থাকা ১৩ হিন্দু বাদে তাদের এলাকার অন্য হিন্দুদের ভোটার আইডি কার্ড নিয়ে হিন্দু বে‌শে রাস উৎসবে যাওয়ার অপচেষ্টা করছিলেন ২৫ মুসলমান। আটকের পর ২৫ জন মুসলমান পরবর্তীতে নিজেরাই হিন্দু বে‌শে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। যার প্রেক্ষি‌তে তাদের বিরুদ্ধে সিআর মামলার বিভাগীয় আপোষ মিমাংসায় মাধ্যমে ওই ২৫ জনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করে বাড়িতে ফেরত পাঠানো হয়। এদের সবার বাড়ি সাতক্ষীরার আশাশুনি এলাকায় বলে জানায় বনবিভাগ।

বনবিভাগের এ কর্মকর্তা বলেন, দুবলার চরের রাস উৎসবে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের যাওয়ার অনুমতি রয়েছে। সুতরাং হিন্দু বে‌শে যাওয়ার জন্য সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৫ মুসলমানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। আর ট্রলারের বাকি তীর্থযাত্রীরা বনবিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র নিয়ে রাস উৎসবে দুবলায় গেছেন।

রবিবার থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হওয়া রাস উৎসব মঙ্গলবার ভোরে সমুদ্রে পূর্ণ স্নানের মধ্যদিয়ে শেষ হবে। শত বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়ে আসছে দুবলার চরে।