• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

জামিন পেয়ে ফের জঙ্গি কার্যক্রমে জড়ান বিশ্ববিদ্যালয়ছাত্র

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

মো. মহসিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নকালীন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১১ সালে এ সংক্রান্তে গ্রেফতার হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে যান তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে আবার সক্রিয়ভাবে হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র দুজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

মো. মহসিন ছাড়াও গ্রেফতার অন্য ব্যক্তি হলেন মো. সামির। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০টি ‘হিযবুত তাহরীর/উলাই‘য়াহ্ বাংলাদেশ’ লেখা পোস্টার ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিয়াভগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গ্রেফতার মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েন এবং ২০১১ সালে এ সংক্রান্তে গ্রেফতার হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে যান। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার সক্রিয়ভাবে হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।

মহসিন ও তার সহযোগীরা পরস্পর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে যোগাযোগ রক্ষা করেন। তারা বিভিন্ন উগ্রপন্থি পোস্টার বিলি করে এবং বিভিন্ন স্থানে লাগিয়ে তাদের সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

নিউমার্কেট থানায় রুজু হওয়া মামলায় গ্রেফতারদের ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, ৬ নভেম্বর সন্ধ্যায় কদমতলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেফতাররা হলেন-মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান।

সিটিটিসি জানায়, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা অনলাইনে আনসার আল ইসলামের নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান, বিভিন্ন উগ্রবাদী অডিও-ভিডিও ও বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। পরে আনসার আল ইসলামের সদস্য হয়ে কথিত জিহাদি কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়া শুরু করেন। জঙ্গি সংগঠনের একজন শীর্ষস্থানীয় পলাতক সদস্য মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও তার আশপাশে এলাকায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটার হিসেবে কাজ করেন। মূলত তার মাধ্যমেই তারা এ সংগঠনে যোগ দেন।

এ জঙ্গি সংগঠনের সদস্যরা বিভিন্ন পন্থা অবলম্বন করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্ট করে সংগঠনের প্রচার-প্রচারণা চালাতেন।