• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

২৫ হাজার টাকার ঋণেও গ্যারান্টি নেবে ব্যাংক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫ হাজার টাকার ঋণেও ক্রেডিট গ্যারান্টি সুবিধা রাখা হয়েছে।

এর আগে ৩ লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে এ সুবিধা দেয়া হতো।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ‘এখন থেকে ২৫ হাজার টাকা বা এর চেয়ে বেশি অংকের ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় দেয়া ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এক্ষেত্রে ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্যারান্টি ফি পরিশোধ করবে।’

এ নির্দেশনা দ্রুত কার্যকর করতেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।