• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সশরীরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ২০ জুনের পর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুন ২০২১  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া পরীক্ষাসমূহ আগামী ২০ জুনের পর থেকেই শুরু হবে। 

বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান।

তিনি জানান, ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ ২০ জুনের পর, ২০২০ সালের স্থগিত পরীক্ষাসমূহ ৪ জুলাইয়ের পর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ডিন এবং বিভিন্ন বিভাগের সভাপতিরা। 

প্রশাসক আরও জানান, স্থগিত পরীক্ষাসমূহের রুটিনের বিষয়ে বিভাগ তাদের একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নেবে। পরীক্ষা চলাকালে বন্ধ থাকবে আবাসিক হল। 

এর আগে ক্যাম্পাস খোলার দাবিতে বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।