• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টিকা নিবন্ধনের আওতায় এলো ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্যে টিকার নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার।

'সুরক্ষা আ্যাপে' গিয়ে ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা এখন থেকে টিকার জন্যে নিবন্ধন করতে পারবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

তবে, শিক্ষার্থীদের জন্যে বয়স সীমা ১৮ বছর করা হলেও সাধারণ নাগরিকদের তা ২৫ বছরই থাকছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধনের ফরম পূরণের সময় "পেশা"র ঘরে ছাত্র-ছাত্রী লেখা থাকতে হবে। যারা রেজিস্ট্রেশেনের সময় "পেশা"র ঘরে ছাত্র-ছাত্রী লিখে পূরণ করেছেন, তারা নিজেরাই নিবন্ধন করতে পারবেন।'