• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

খুলে দেয়া হয়েছে জাহাঙ্গীরনগরের সব হল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

আঠারো মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেয়া হয়েছে। তাই সোমবার (১১ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীদের হলে আসা শুরু হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের করোনার টিকার অন্তত একটি ডোজ নিতে হবে। যেসব শিক্ষার্থী টিকা পাননি তারা বিশ্ববিদ্যালয় থেকে করোনার টিকা নিতে পারবেন।

সরেজমিনে দেখা যায়, হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাবার ও ফুল দেয়া হয়। শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার একটি ডোজের সনদ দেখিয়ে হলে ঢুকতে হচ্ছে। কয়েকটি হলে শিক্ষার্থীদের প্রবেশের আগে তাপমাত্রা পরিমাপ করতেও দেখা গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে টিকার বুথ স্থাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে টিকাদানের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এই বুথ থেকে টিকা নিতে পারবেন।

এর আগে, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১১ অক্টোবর হল খোলার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ে ২১ অক্টোবর থেকে অনলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে ক্লাস শুরু হবে।