• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মাহির সেই ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী রিমু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪  

সম্প্রতি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহির মেকাপ ছাড়া একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন তিনি।বিশেষ করে ওই ভিডিওকে কেন্দ্র করে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে এই তারকাকে। অনেকেই তার গায়ের রং নিয়ে প্রশ্ন তোলেন, নোংরা মন্তব্য করেন। বিষয়টি নিয়ে বাধ্য হয় নিজের অবস্থানও পরিস্কার করেন মাহি।

তবে শুরু থেকেই এই ঘটনায় চুপ ছিলেন ফেসবুকে ভিডিওটি যিনি প্রথম প্রকাশ করেছিলেন। জানা গেছে, শুটিং সেটে মাহির সেই ভাইরাল ভিডিও ধারণ করেছিলেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। যিনি ভিডিওটি রিল হিসেবে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

তার সেই ভিডিও প্রকাশের পরেই ট্রলের মুখে পড়েন মাহি। এ ঘটনায় অবশেষে মুখ খুলেছেন রিমু নিজেও। পুরো বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‌‘অনেক রকমের ট্রল ও নিউজ হয়েছে একটা রিলকে ঘিরে। আমরা কি মজা করে কিছু করতে পারব না? সব কিছুকেই আপনাদের ট্রল করতে হবে? সামিরা খান মাহি বোন আমার, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করিনি। তুই সামনে ছিলি যখন ভিডিওটি করি, তুই যখন বোনের বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলি-ভারতীয় নায়িকারা যেভাবে গাড়ি থেকে নামে আমার ঠিক ও রকমই মনে হচ্ছিল। মজা করে আমি আসলে কাজটা করেছিলাম। এটা নিয়ে এত ট্রল বা নোংরামি হবে, এমনটা বুঝতে পারিনি। বোন আমি দুঃখিত, আমি সরি।’

তিনি আরও বলেছেন, ‘এখন থেকে যদি আমি রিল করি তবে নিজের রিল করব বা সহশিল্পীদের সঙ্গে কোনো কনটেন্ট করব তাদের ইচ্ছাতে। মজা করে আমরা একটা রিল করছি, সেজন্য এত বড় একটা মানুষকে আপনারা কষ্ট দিয়ে এগুলো লিখবেন, এগুলো বলবেন এটা কেমন! যা যা আপনারা লিখছেন- বলছেন, আপনাদের কী ভাই-বোন নেই? মাথায় আছে কী বলছেন আপনারা? এটা খুবই বাজে একটা কাজ হয়েছে।’

এদিকে এই ভিডিও নিয়ে মাহি বলেছিলেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।’