• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে বাড়িতে থাকতে হলে যা যা করণীয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

 


করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা এরই মধ্যে জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, বিশ্বের ৭০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

আক্রান্ত হলেই অন্তত ১৪দিন কোয়ারেনটাইনে থাকতে হবে। চীনে যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের অন্তত ১৪ দিন কোয়ারেনটাইনে রাখা হচ্ছে। চীন থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া মার্কিন নাগরিকদেরও ১৪ দিনের কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

চীন থেকে যারা সফর শেষে দেশে আছেন কিংবা আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে, তাদেরকে ১৪দিন কোয়ারেনটাইনে থাকতে বলা হচ্ছে। তবে বাড়িতে কোনো বাচ্চা থাকলে আগে থেকেই খাবারের ব্যবস্থা করে রাখার পাশাপাশি, পানীয় জল, কাপড় ধোয়ার সাবান, বাচ্চার ডায়াপার এবং প্রয়োজনানুসারে গুঁড়া দুধও রাখতে পারেন।

অন্তত ১৪দিন চলার মতো খাবার যেন বাড়িতে থাকে। ১৪ দিন পরিধানের মতো শুকনো কাপড়ও থাকা চায়। ভাত, পাস্তা, মটরশুঁটি ও গমের আটা রাখতে পারেন। টমেটো সস, বোতলজাত পানীয় এবং চিপস রাখতে পারেন।

চকোলেট, কফি রাখতেও দ্বিধা করবেন না। এই সময়ে ঘরে বসে সিনেমা দেখতে পারেন। সেই সঙ্গে মজার মজার গল্পের বইও রাখতে পারেন। সর্বোপরি মানসিকভাবে চাপে না থেকে ফুরফুরে মেজাজে এই ১৪ দিন উপভোগ করলে সমস্যাটা জটিল না হয়ে সহজ হয়ে যাবে।

জীবাণুমুক্ত থাকতে সাবান, হ্যান্ডওয়াশ, টিস্যু, নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাখা দরকার।