• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পি কে হালদারকে আবারও আদালতে তোলা হচ্ছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার পি কে হালদারকে বুধবার (১০ আগস্ট) আবারও তোলা হচ্ছে কলকাতার আদালতে। এর আগে ১৫ জুলাই পি কে হালদারকে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হলে তার বিরুদ্ধে ১০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।  

আদালতে ভারতের আর্থিক দুর্নীতিবিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলার অভিযোগপত্র জমা দেয় ১২ জুলাই। আর ১৫ জুলাই বিচারকের সামনে সেই অভিযোগপত্র পেশ করা হয়।   

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পর পশ্চিমবঙ্গের রাজারহাট ভৈদিক ভিলেজ এলাকা থেকে গ্রেফতার করা হয় অর্থপাচারে অভিযুক্ত পি কে হালদারকে।

দুদক ও বাংলাদেশ ব্যাংকের অনুরোধে চলতি বছরের ১৪ মে তার সঙ্গে আরও গ্রেফতার হন তার বান্ধবী, আপন ভাই, দুই ভাগনেসহ ৫ জন। ১৫ জুলাই তাদেরও কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হয়। এর আগে ৫ জুলাই আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বাংলাদেশের ব্যাংকবহির্ভূত চারটি আর্থিক প্রতিষ্ঠানকে ফতুর করে দিয়েছেন পি কে হালদার। লুট করেছেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি। নানা কৌশলে সাধারণ মানুষের আমানত লুট করে পালিয়ে গেছেন দেশের বাইরে। যদিও কানাডা-ভারতসহ বিভিন্ন স্থানে পালিয়েও শেষ রক্ষা হয়নি পি কে হালদারের।