• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

২০ জুন হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ মে ২০২২  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চারটি ভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা আগামী ২০ জুন বিকেল তিনটায় রাজধানীর সরকারী তিতুমীর কলেজে অনুষ্ঠিত হবে ৷ একই সময়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে অবশ্যই মাস্ক পরিধান করে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই কেন্দ্রে উপস্থিত হতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্যকোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বিজ্ঞপ্তি।