• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করা ভালো নাকি খারাপ?

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

সকাল কিংবা রাত টয়লেটে গেলে কী সঙ্গে ফোনটাও নিয়ে যাচ্ছেন? অনেকেরই এই অভ্যাস আছে।  সম্প্রতি এক গবেষণায়ও দেখা গেছে, ৫৭ শতাংশ ব্রিটিশই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন এবং আট শতাংশ বলেছেন তারা সর্বদাই ব্যবহার করেন। কিছু মানুষের মোবাইল ফোনের নেশা এতই যে তারা খেতে বসলে বা টয়লেটে গেলেও মোবাইল ফোন ব্যবহার করে। তবে বাথরুমে মোবাইল ফোনের ব্যবহার আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে।
টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলেই আক্রান্ত হতে পারেন কঠিন এক রোগে। যত বেশি আপনি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করবেন তত আপনার পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই বিষয়ে পেসেন্ট ডট ইনফোর ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সারা জার্ভিস বলেন, মোবাইল ফোন ব্যবহার করার কারণে যে কেউ বেশি সময় ধরে টয়লেটে থাকেন। আর সে কারণেই তারা পাইলসে আক্রান্ত হতে পারেন।

বাথরুমে মোবাইল সঙ্গে করে নিয়ে যাওয়া মানেই ততোধিক বেশি সময় আপনি বাথরুমে সময় কাটাবেন। বুঝতেই পারবেন না কখন সময় গড়িয়ে যাচ্ছে। যা আপনার জন্যই বিপদের সংকেত। এই কারণে শিরা ও মলদ্বারে চাপ বৃদ্ধি পায় যা পাইলসের অন্যতম কারণ। তাই পাইলসে আক্রান্ত হওয়ার শঙ্কা কমাতে টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।