• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ার বলেশ্বর নদে অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ। ইলিশ প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে অবরোধ চলমান থাকা অবস্থায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বৃহস্পতিবার দিনভর বলেশ্বর নদে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল আটক করা হয়। 

মঠবাড়িয়া উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনর নেতেৃত্বে  দিনভর মঠবাড়িয়ার বলেশর নদের তুষখালী মোহনা হতে সাপলেজার কচুবাড়িয়া ও খেতাছিড়া মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত জাল  আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জনান, ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।