• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শেখ হাসিনা বেঁচে থাকতে মানুষ না খেয়ে থাকবে না- শ.ম রেজাউল করিম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে মানুষ এক বেলাও না খেয়ে থাকবে না। তার সবসময় চিন্তা মানুষের মঙ্গল করার। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে যেন সুস্থ্য রাখেন। তিনি গতকাল মঙ্গলবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের কর্মহীন ৪শ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার  চাল  বিতরন কালে এ কথা বলেন। শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।
 

অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, আমি এ এলাকার সংসদ সদস্য। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করে চলছি।  বৈশ্বিক মহামারী  করোনা ভাইরাসের আক্রমনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমি আমার  ব্যক্তিগত তরফ থেকে মানুষের মাঝে ত্রান সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে মানুষকে কষ্টে থাকতে দেব না। এ সময়  তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও ঘরে থাকার আহবান জানান।
 

চাল বিতরন কালে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ,সহকারী ভুমি কর্মকর্তা ফাহমি মোহাম্মদ সায়েম, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু. নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরজ্জামান, শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আক্তারুজ্জান গাউস, ইউনিয়ন আ.লীগ সহ- সভাপতি ও শাখারীকাঠী ইউনিয়নে মন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মোঃ আলামিন খান।