• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন ভোটের আদলে ভোট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

ইন্দুরকানীতে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচনে ভোটের আদলে ভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতই এ নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইর্ড অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার, ব্যালট পেপার, ব্যালট বাক্স ও ভোট প্রদানের জন্য গোপন কক্ষ (বুথ) ছিল।বুধবার উপজেলার গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় নির্বাচনের আদলে স্টুডেন্টস্কাউন্সিলনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫ম শ্রেণির ছাত্রী সানিয়া আক্তার অরিন নির্বাচন কমিশনার, একই শ্রেণির ছাত্র সারাফাতুল্লাহ সাবিত প্রিজাইডিং অফিসার, লামিয়া আক্তার ও জুয়েনা আক্তার সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়ানিরাপত্তার দায়িত্বে ওই বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী পুলিশ ও ৩ জন আনসারের দায়িত্ব পালন করেন। ৮৭ জন ভোটার দুইটি বুথে তাদের ভোটাধিকার প্রদান করেন। মোট ভোটারের মধ্যে ৪১ জন ছাত্র এবং ৪৬ জন ছাত্রী। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৫ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান সিকদার, প্রধান শিক্ষক ছবি হালদার সহ-সভাপতি হাফেজ আলতাফ হোসেন প্রমুখ। বিজয়ী প্রার্থীরা জানান, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আরও ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের ন্যায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।