• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক তৎপরতা 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জুন ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও  পৌর শহরে লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। শহর ঘুরে দেখা গেছে, সোমবার দিনভর সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিমের নেতৃত্বে বিভিন্ন সড়ক পরিদর্শণ করছে এবং শহরে প্রবেশের বিভিন্ন সড়কে দুর পাল্লার গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে মাইকিং ও সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করছে।

নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর বরাত দিয়ে বলেন, কোভিট-১৯ মোকাবিলায় আগামী ১ জুলাই থেকে অনির্দিৃষ্ট কালের জন্য শাটডাউনের আওতায় আনা হয়েছে। মঠবাড়িয়া পৌর শহর নজরদারীতে রয়েছে, শহরে প্রবেশের বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। মঠবাড়িয়া থেকে শরণখোলা (রায়েন্দা) লঞ্চ সার্ভিস পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, পৌর এলাকায় জনসাধারণের চলাচল কঠোরভাবে সীমিত থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। মঠবাড়িয়া পৌর শহরে সকল ধরণের সমাবেশ যেমন- সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় (মাহফিল, নামযজ্ঞ, প্যাগোডায় প্রার্থনা, সভা-সমিতি ইত্যাদি) সমাবেশ আয়োজন অনির্দিৃষ্ট কালের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল ইত্যাদি এ আদেশের আওতায় আসবে।

মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপসানালয়ে নামাজ এবং প্রার্থনাকালে ৩(তিন) ফুট দূরে অবস্থান এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সাহেব এবং সংশ্লিষ্ট ধর্মীয় উপসানালয় কমিটিকে বিশেষ অনুরোধ করা হলো।

জনসমাগম করে খেলাধুলা এবং সকল প্রকার উৎসব আয়োজন বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন ধরণের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি)। আন্তঃজেলা এবং আভ্যন্তরীন রুটে চলাচলকারী সকল বাস ও ইজিবাইক অর্ধেক (৫০%) যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। বাড়ীর বাইরে অবস্থানকালে সার্বক্ষণিক শতভাগ মাস্ক পরিধান এবং কমপক্ষে ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। পৌর এলাকার চা এর দোকানসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। পচনশীল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সমূহ সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হোটেল, রেস্তোরা ও খাবারের দোকান সমূহে সকাল ৬ হতে রাত ১০ পর্যন্ত খাদ্য বিক্রয় ও সরবরাহ করা যাবে।  স্বাস্থ্যবিধি মেনে ওষুধের দোকান খোলা রাখা যাবে। সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বিধি নিষেধ আরোপিত এলাকার সরকারি অফিস ও ব্যাংকসমূহ মন্ত্রিপরিষদ বিভাগ, প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অন্যান্য নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।