• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় কঠোর অবস্থানে প্রশাসন, ৫ জনকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহর ও বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শহরে নির্বাহী ম্যজিস্টেট শহর পরিদর্শণ করছে। পাশাপাশি ডাক্তার, সেনা বাহিনী, পুলিশ, আনসার ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছা সেবী কর্মিরা টহলে রয়েছেন। শহরে প্রবেশের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে মাইকিং করছে।

এদিকে লকডাউন না মানায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, ওসি মুহা. নূরুল ইসলাম বাদলসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী আকাশ কুমার কুন্ডু, সরকারি ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর বরাত দিয়ে বলেন, কোভিট-১৯ মোকাবিলায় ১ জুলাই কঠোর লকডাউন বাস্তাবায়নে সারা দেশের ন্যায় মঠবাড়িয়ায় লকডাউন চলছে। আমাদের পুরো মঠবাড়িয়া উপজেলা নজরদারীতে রয়েছে।