• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ‘র চাল ও অর্থ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ৫ হাজার ৫‘শ ৮৮ জনের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ৫নং মঠবাড়িয়া (সদর) ইউনিয়ন পরিষদে ৯৬৭ জন দুস্থ পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান। এসময় ৪২৪ পরিবারের হাতে ৫‘শ করে টাকা তুলে দেয়া হয়।

অপর দিকে পৌরসভা ৪ হাজার ৬‘শ ২১ টি পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করছেন। গত দুদিন ধরে পৌর শহরের ৯টি ওয়ার্ডের হত দরিদ্র পরিবার গুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌর সভার প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় চাল নিতে আসা লোকজনদের করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ও মাস্ক বিহীন লোকদের মাস্ক পরিয়ে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব হারুণ অর রশিদ, কাউন্সিলর তাহেরুন্নেছা, মিসেস সালেহা ইসলাম, মতিয়ার রহমান মিলন, শফিকুর রহমান, হারুণ অর রশিদ, প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, পৌর হিসাব সহকারি মো. শাহ আলম প্রমুখ।

পৌর সচিব হারুণ অর রশিদ, বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী মানবিক উপহার হিসেবে ঈদ-উল আযহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর এ মনবিক সহায়তা অব্যহত থাকবে।