• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে নির্বাহী ম্যজিষ্ট্রেটের নেতৃত্বে শহর পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও সিপিবি’র স্বেচ্ছাসেবী কর্মিরা টহলে রয়েছেন। শহরে প্রবেশের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে মাইকিং করা হচ্ছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে গণসচেনতা করা হচ্ছে।

এদিকে লকডাউন না মানায় মঙ্গলবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ওসি মুহা. নুরুল ইসলাম বাদলসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকাশ কুমার কুন্ডু সরকারি ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর বরাত দিয়ে বলেন, কোভিট-১৯ মোকাবিলায় ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন বাস্তাবায়নে সারা দেশের ন্যায় মঠবাড়িয়ায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পুরো মঠবাড়িয়া উপজেলা আমাদের নজরদারীতে রয়েছে।