• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা পরিস্থিতির মধ্যেও সম্প্রতি অব্যহত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূলে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর শহরের শতাধিত কৃষকের মাঝে ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে এ গো-খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন. মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, অফিস সহায়ক মো. সেলিম মিয়া, নুরুজ্জামান প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সুবিধা বঞ্চিত মানুষের মানবিক সহায়তার অংশ হিসেবে প্রান্তিক চাষীদের গো-খাদ্য দিয়ে সগায়তা করছেন।

প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম জানান, সম্প্রতি অব্যহত ভারী বর্ষণে প্রত্যন্তাঞ্চলের কৃষকদের গো-খাদ্যের অনেক ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তার ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে শতাধিক কৃষকের মাঝে বিনা মূলে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি আরও  বলেন, পর্যায় ক্রমে উপজেলা ও পৌরসভার ৬‘শ প্রান্তিক কৃষকদের মাঝে গো- খাদ্য বিতরণ করা হবে।