• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় শিঘ্রই প্রধানমন্ত্রীর উপহার ৫০টি ঘর পাচ্ছেন গৃহহীণরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে শিঘ্রই পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা। ইতোমধ্যে এসকল ঘরের নির্মাণ কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে।

বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার উপজেলার বিভিন্ন এলকায় নির্মাণাধীন এ ঘরগুলো পরিদর্শণ করেছেন। এর আগের গত ৪-৫ দিন ধরে বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ঘরের তদারকি করেছেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন ও এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ভূমিহীনদের মাঝে ইতোমধ্যে ১‘শ ৫০ টি ঘর হস্তান্তর করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে শিঘ্রই উপজেলা বিভিন্ন এলাকার ৫০ টি দুঃস্থ্য পরিবারের কাছে ঘর হস্তান্তন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।