• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিআরডিবি‘র প্রণোদনা ঋণ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় কোভিট-১৯-এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি সভা কক্ষে বিআরডিবি পল্লী উদ্যোক্তা ৭ জনের মাঝে ৪ শতাংশ সুদে ১২ লাখ টাকা বিতরণ করেছে।

প্রনোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বশির আহম্মেদ এর সভাপতিত্বে  প্রধান আতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ। এসময় আরও বক্তব্য রাখেন, বিআরডিবি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, এআরডিও আল মামনুন, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু প্রমূখ।

বিআরডিবি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, কোভিট-১৯ (করোনা) পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন এলাকার ৭ জন পল্লী উদ্যোক্তার মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় ৪ শতাংশ সুদে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ অব্যহত থাকবে।