• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

“সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শওকত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর সচিব হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস প্রমূখ। এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও সুধি সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শিশু জন্ম নেয়ার পরপরই জন্ম নিবন্ধন ও কোন ব্যক্তি মারা গেলে মৃত্যু নিবন্ধন করার জন্য সকলকে অনুরোধ করেন। নিবন্ধন না থাকলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবার আশংকা রয়েছে। এজন্যই সরকার জন্ম ও মৃত্যুর নিবন্ধন এর ব্যবস্থা করেছেন।