• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা ও নগদ অর্থ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ার প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা ও জেলা পরিষদের পক্ষ পূজা মন্ডবের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বশির আহম্মেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল প্রমূখ।

একই অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ নির্বাহী রেবেকা খানম উপজেলার ৯২ টি পূজা মন্ডবে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এছাড়া বুধবার বিকেলে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে পূজা মন্ডবের নিরাপত্তা নিয়ে প্রস্তুতি সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমূখ।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডবে গুলোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও জরুরী প্রয়োজনে পুলিশের বিশেষ একটি গ্রুপ সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে। পূজা কমিটির লোকজনও নিজেরা নিরাপত্তার জন্য স্বেচ্ছা সেবক গ্রুপ তৈরী করেছেন।