• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় উদ্বোধনের অপেক্ষায় যাত্রী বিশ্রামাগার 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের বাস্তবায়নে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী লঞ্চঘাট যাত্রী বিশ্রামাগার, সংযোগ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে লঞ্চ যাত্রীদের জন্য নিরাপদ এ যাত্রী বিশ্রমাগারটি।

তুষখালী এ লঞ্চঘাট থেকে প্রতিদিন ঢাকা ও খুলনাসহ বিভিন্ন রুটে লঞ্চ নিয়মিত আসা-যাওয়া করে। নদী পথে আরামদায়ক ও নিরাপদ ভ্রমন মনে করে প্রতিদিন সহস্রাধিক যাত্রী এ ঘাট থেকে লঞ্চ যোগে চলাচল করেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে যাত্রীদের নিরাপত্তার জন্য উপজেলার তুষখালী লঞ্চঘাট যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। বিশ্রামাগারটি বিআইডব্লিউটিএ এর  যুগ্ম সচিব ড. এ কে এম মতিউর রহমান এর অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

ঢাকা গামী যাত্রী মো. আনোয়ার হোসেন (৬০) ও মেড়েলগঞ্জ গামী যাত্রী মোসাঃ লতিফুন্নেসা বেগম (৪৫) জানান, সকল যাত্রীকেই লঞ্চঘটে একটু আগে আসতে হয়। প্রত্যের সাথেই বিভিন্ন মালামাল থাকে, একাধিক লোকও থাকে। লঞ্চ প্লাটুনে তেমন একটা জায়গা নেই। এতে ছোট বাচ্চাদের নিয়ে চিন্তা করতে হয়, কেননা পাশে নদী। এখানে একটি যাত্রী ছাউনী অনেক আগেই প্রয়োজন ছিলো। এখন দেখছি একটি ভালো যাত্রী ছাউনী তৈরী করা হয়েছ্। যা সকল যাত্রীদের উপকার হবে। এটা দ্রুত খুলে দেয়ার দাবি জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, যাত্রীদের অধিক নিরাপত্তা ও সুবিধার জন্য তুষখালী লঞ্চঘাট যাত্রী বিশ্রামাগার, সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হবে।