• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রান ও দূর্যোগ বিষয়ক মন্ত্রনালয় থেকে পাওয়া ৪ হাজার ৬‘শ ২০টি কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার উপজেলার ১১টি ইউনিয়নে জন্য ৪ শত ২০টি করে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো. সেলিম মিয়া,সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল, প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক মো. শহীদ মিয়া প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শীত কালীন সময় দেশের সল্প আয় ও দুস্থ মানুষের কিছুটা শীত নিবারনের জন্য সারা দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল দিচ্ছেন। তারই অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলা মোট ৪ হাজার ৬‘শ ২০ টি কম্বল বিতরণ করা হয়েছে। ইউপি‘র চেয়ারম্যানদের হাতে এ কম্বল তুলে দেয়া হয়েছে। তারা তাদের সুবিধামতো সময়ে সল্প আয় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান এ কম্বল বিতরণ করবেন।