• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় গরু চোর চক্রের দুই সদস্য আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফসলী মাঠ থেকে গরু চুরির সময় জহিরুল ইসলাম খান (৩০) ও মোঃ আশ্রাফুল খান (২৫) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গ্রামবাসি। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ চোর চক্রের দুই সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। আটক জহিরুল ইসলাম খান উপজেলার উদয়তারা বুড়িরচরের মোঃ জালাল খান ও মোঃ আশ্রাফুল একই গ্রামের আনোয়ার খানের পুত্র।  

এঘটনায় গরু মালিক মোঃ শফিকুল তালুকদার বাদী হয়ে সোমবার রাতে জহিরুল ইসলাম খান ও মোঃ আশ্রাফুল খানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেন থানা পুলিশ। 

মামলা সূত্রে জানাগেছে, গরুর মালিক শফিকুল প্রতিদিনের ন্যায় সোমবার ঘাস খাওয়ার জন্য ৩টি গরু মাঠে ছেড়ে দেয়। কিছু সময় পর মাঠে গরু দেখতে গেলে চোরচক্রের সদস্য জহিরুল ও আশ্রাফুল একটি গরুর গলায় গামছা লাগিয়ে মাঠ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এসময় শফিকুল ডাকচিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করে থানা পুলিশে খবর দেয়।  

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গরু চোর চক্রের ওই দুই সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।