• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন ॥ মালিককে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটা (পাঁজা) গুড়িয়ে দিলো প্রশাসন এসময় মালিককে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মধ্য সোনাখালী গ্রামে অবৈধ ইটের পাঁজায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট সাখাওয়াত জামিল সৈকত মোবাইল কোট পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্য সোনাখালী গ্রামের সৈজদ্দিন গাজীর ছেলে শাহ আলম গাজী দীর্ঘ দিন ধরে ঘনবসতি পূর্ণ এলাকায়  কাঠ দিয়ে পরিবেশ নস্ট করে ইট ভাটা পরিচালনা করে আসছিলো। এ অভিযোগে বছর দুই আগে তাকে জরিমানা  করাসহ পাঁজা বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরও ইট পুড়তে গেলে ভ্রাম্যমান আদালত গত তারিখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। সব কিছু উপেক্ষা করে আবারও কাঠ দিয়ে পাজা তৈরি করে ইট পুড়াতে গেলে ২৩ এপ্রিল শনিবার দুপুরে শাহ আলম গাজীর অবৈধ ভাট ভাটা গুড়িয়ে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারি কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট সাখাওয়াত জামিল সৈকত বলেন, ইট ভাটা (পাঁজা) মালিক শাহ আলম গাজীর স্বীকারোক্তির ভিত্তিতে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ তাকে ২০ হাজার দাটা অর্থদন্ড দেয়া হয়। তিনি আরও বলেন অবৈধ পাঁজার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান আছে ও থাকবে।