• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় আত্মহত্যা প্ররোচনার মামলা ॥ স্বামী গ্রেপ্তার 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ মে ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে শিমু বেগম (২৭) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই  আনোয়ার পারভেজ বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের স্বামী শহিদুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছেন।

আনোয়ার পারভেজ উপজেলার শাখারীকাঠি গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে ও অভিযুক্ত শহিদুল ইসলাম পশ্চিম মিঠাখালী গ্রামের সামসের হাওলাদারের ছেলে। শহিদুল- শিমু দম্পতি দুই সন্তানসহ বড় মাছুয়া ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুল ইসলাম বিভিন্ন সময় অজ্ঞাত নারীদের সাথে মোবাইল ফোনে প্রেমালাপ করতে। এ নিয়ে প্রায় প্রতিনিয়ত তাদেও মধ্যে পারিবারিক ঝগড়া লেগেই থাকতো এসময় শহিদুল স্ত্রী শিমুকে মারধর করতো। গত মঙ্গলবার (২৪ মে) রাতে একই ঘটনায় ওই ভাড়া বাসায় ঘরের রুহারসাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করে। থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতেই  গৃহবধূ শিমুর ঝুলান্ত লাশ উদ্ধার করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, শিমু বেগম নিহতের ঘটনায় তার ভাই আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছন। এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।