• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় সদস্য পদে আজীম ও সংরক্ষিত রোকেয়া নির্বাচিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনের মঠবাড়িয়া আসনের ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা করেছেন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এতে হাতি প্রতীক নিয়ে ৭৭ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে পুনরায় অধ্যক্ষ আজীম উল হক মঠবাড়িয়া থেকে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে মঠবাড়িয়া-ভান্ডারিয়া (সংরক্ষিত) আসন থেকে ফুটবল প্রতীক নিয়ে (মঠবাড়িয়া-৯০ ভান্ডারিয়া-৭৭)  ১৬৭ ভোট পেয়ে রোকেয়া বেগম বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন- সাধারণ সদস্য পদে ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি (তালা)  ৪৫ ভোট, আলী রেজা রঞ্জু (অটো রিক্সা) ২৩ ভোট, হোসাইন মোশারেফ সাকু  (সিলিং ফ্যান) ১ ভোট পেয়েছেন।  মঠবাড়িয়া-ভান্ডারিয়া (সংরক্ষিত) আসন শাহানাজ চৌধুরী মঠবাড়িয়া-৫১ ও ভান্ডারিয়া-৩ মোট ৫৪ ভোট, মাকসুদ আক্তার বেবী মঠবাড়িয়া- ৫ও ভান্ডারিয়া-১১ মোট ১৬ ভোট পেয়েছেন।

রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, দেশের ৫৩ টি জেলা পারিষদ নির্বাচনী কেন্দ্রে একই সময় সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ২ টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম চলছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় আসনে উৎসব মূখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচণে পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, ডিবি, আনসার, ব্যাটালিয়ান পুলিশ মোতায়ন করার পাশাপশি বিভিন্ন প্রশাসনের গাড়ি টহলরত অবস্থায় রাখা হয়েছিলো। রাখা হয়েছিলো নির্বাহী ম্যজিস্ট্রেট।