• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৮০ পিচ ইয়াবা সহ হাফিজুল হাওলাদার (২০) নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত হাফিজুল উপজেলার বকসির ঘটিচোরা (সবুজ নগর) ৬ নং ওয়ার্ডের শামসুল হক এর ছেলে।

পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখা দক্ষিন বিভাগ (মঠবাড়িয়া) এর এস আই জ্যোতির্ময় হালদার  জানান, উপজেলার সদর ইউনিয়নের বকসির ঘটিচোরা (সবুজনগর) থানা পাড়া রোডের শহীদুল হাওলাদার এর বাড়ির আশ-পাশে মাদক বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদেও ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সঙ্গীয় অফিসার ও ফোর্সে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক ব্যাবসায়ী পালিয়ে গেলেও শহীদুল হাওলাদার এর মুদী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে হাফিজুল হাওলাদার আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করলে পরনের লুঙ্গির কোচ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি ওসি মো. আসলাম উদ্দিন বলেন, আটককৃত হাফিজুলকে বৃহস্পতিবার রাতেই থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এস আই জ্যোতির্ময় হালদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হাফিজুল হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে ২৮ অক্টোবর আদালতে প্রেরন করা হয়েছে।