• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :  বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এ কর্মসূচির আয়োজন করেন।

আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন রাজা, মঠবাড়িয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ কেডিট ইউনিয়ন সভাপতি মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ভারপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মাইনুল হাসান, সমবায়ী ওবাইদুল ইসলাম বেলা প্রমূখ।

বক্তারা বলেন, একক ভাবে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান অগ্রসর হতে পারে না। সব ক্ষেত্রেই যৌথ বা সমবায় দরকার। সরকার সমবায়কে গুরুপ্ত সহকারে দেখছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমবায়ের মাধ্যমে বহু ব্যক্তি ও ব্যবসায়ীরা স্বাবলম্বী হয়েছেন। বক্তারা সকল ক্ষুদ্র সমিতিকে সমবায়ের আওতায় আসার আহ্ববান জানান।