• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজী কেএম লাতীফ ইনস্টিটিউশন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমল্য অর্পণ করেন। একই সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমল্য অর্পণ করা হয়।

পরে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারি কমিশণার (ভূমি)  সাখাওয়াত জামিল সৈকত, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, এমাদুল হক খান, শরীফ মো. আলমগীর হোসেন, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা মীর আব্দুর মান্নান প্রমূখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

এদিকে কেএম লতীফ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজী। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক ফারুক হোসেন প্রমূখ।

প্রধান অতিথি ডাঃ মো. রুস্তম আলী ফরাজী মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের তাৎপর্য আলোচনায় তুলে ধরেন। তিনি এসময় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল রাস্ট্র গঠনে তিনি সকলকে সুষ্ঠ ধারার রাজণীতি করা আহ্ববান জানান।

এছাড়াও মঠবাড়িয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন।