• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কৃষককে ভর্তৃকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের কৃষিখ্যাত ডিজিটালাইজড করছেন এবং ভর্তুকি দিচ্ছেন। সে আলোকে পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

রোববার (২২ জানুয়ারী) সকালে মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার  বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে প্রন্তিক কৃষক মনিরুজ্জামান এর হাতে ভর্তুকি মূল্যে মেটাল কম্বাইন হারভেস্টার মেশিন তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল হোসেন আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সহ সভাপতি মিজানুর রহমান হানিফ ও সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান জানান, কৃষি বান্ধব সরকার মুজিব বর্ষ উপলক্ষে কৃষকদের কৃষি কাজে সহজীকরনের লক্ষে উপকূলীয় এলাকার কৃষকদের ৭০ শতাংশ ভর্তুকি মূলে কম্বাইন হারভেস্টার মেশিন তুলে দিচ্ছেন। একটি মেশিন এর বাজর মূল্য রয়েছে ৩০ লাখ টাকা। একজন কৃষক৩০ শতাংশ মূল্য বা ১০ লাখ টাকা জমা দিয়ে এ কম্বাইন হারভেস্টার মেশিনটি ক্রয় করতে পারছেন। গত ১ বছরে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় ১৪ টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছি। এ কম্বাইন হারভেস্টার মেশিন পেয়ে কৃষকরা খুশি হয়েছেন। এ মেশিন দিয়ে কৃষকরা খুব সহজেই ধান কাটা ও মারাই করতে পারবে। এতে কৃষকের সময় ও অর্থ দুটাই সহজ হয়।