• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী: কাদের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী, তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

তিনি বলেন, বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা। তাদের মিথ্যা ও গুজব অপপ্রচার ছাড়া আর কোনো কাজ নেই। দেশের মানুষ এখন তা বুঝে গেছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বরং শক্তিশালী বিরোধী দল চায়। যেকোনো শক্তিশালী বিরোধী দল ভালো, কিন্তু বিএনপি সেই ভূমিকায় নেই।

আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে দলের এ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে। দেশের মানুষের পাশে আওয়ামী লীগ ছিল, ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ জনমানুষের দল, তাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণ এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরো নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন ও জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের নিকট প্রাধান্য পাবে বলেও প্রত্যাশা করেন সেতুমন্ত্রী।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষে থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট  ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।