• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

বিএনপির বাড়াবাড়িতে আতঙ্কিত খালেদা জিয়ার স্বজনরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

গত ১২ অক্টোবর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন-সমাবেশের নামে সহিংসতা করছে বিএনপি। সমাবেশ উপলক্ষে নিজেদের মধ্যেই মারামারি-বাড়াবাড়ি শুরু করেছেন দলটির কিছু নেতা। তাদের এমন বাড়াবাড়িতে আতঙ্কিত হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বজনরা।

আতঙ্কের কারণও জানিয়েছেন তারা। খালেদা জিয়ার স্বজনদের মতে- বিএনপি নেতাদের বাড়াবাড়ির কারণে আদালত খালেদা জিয়ার জামিন বাতিল করে দিতে পারেন। এমনটা হলে খালেদা জিয়া ও তার পরিবার চরম বিপর্যয়ে পড়বে। এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের সতর্কও করেছেন তারা।

খালেদা জিয়ার আপনজনরা জানান, বয়স ও রোগের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। এই অবস্থায় রাজনীতির কারণে আর জেলে যেতে চান না।

এদিকে বিএনপি নেতারা মনে করছেন, খালেদা জিয়ার কারণে আন্দোলন-সমাবেশ বন্ধ করলে তাদের আর ক্ষমতায় যাওয়া হবে না। এ কারণে তারাও খালেদা জিয়ার কারণে আন্দোলন বন্ধ করতে চাচ্ছেন না।

আন্দোলন-সমাবেশের নামে সহিংসতা বন্ধ করতে চাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। পরিবার ও স্বজনদের কথা না ভেবে ক্ষমতার নেশায় ডুবে আছেন তিনি। তার মতে, খালেদা জিয়ার জামিন বাতিল হলে বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নামবে। এতে তার ক্ষমতায় যাওয়ার পথ আরো মসৃণ হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়া এখন তারেক রহমানের পথের কাঁটা। ক্ষমতায় যাওয়ার জন্য যেকোনো বাধা সরিয়ে দিতেও দ্বিধা করবেন না। এ কারণে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন-সমাবেশের নামে সহিংসতায় জড়াতে ইন্ধন দিচ্ছেন তিনি।