• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে গুগল ফটোজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ফেসবুকের আদলে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো ছবি বা ভিডিওগুলো বছর পেরোলেই ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে গুগল ফটোজ। এ জন্য ‘মেমোরিজ’ নামের ফিচার চালু করেছে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি। ফিচারটি মূলত স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত আর্কাইভ তৈরি করে দেবে। শুধু তা-ই নয়, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি বা ভিডিওগুলো পোস্টের বর্ষপূতিতে সেগুলো দেখার জন্য বার্তাও পাঠাবে। পুরনো দিনের স্মৃতি রোমন্থনের সুযোগ দিতেই এ উদ্যোগ। 

এর আগে বন্ধুদের সহজে ছবি পাঠানোর সুযোগ দিতে ‘সাজেস্টেড শেয়ারিং’ ফিচার চালু করে গুগল ফটোজ। চেহারা শনাক্তকরণ প্রযুক্তি সুবিধার ফিচারটি ছবিতে থাকা ব্যক্তিদের চেহারা চিনে তাদের ই-মেইল ঠিকানা খুঁজে বের করতে পারে।