• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

হার দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মার্চ ২০২০  


ভালো খেলার প্রত্যয় নিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি টাইগ্রেসরা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৯ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল সালমা খাতুনের দল।

স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালোভাবেই লড়াই করে বাংলাদেশ। ফলে লংকানদের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন সমর্থকরা। কিন্তু অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলংকার বিপক্ষে নেমে আরো বড় হার দেখতে হলো বাংলাদেশের মেয়েদের।

সোমবার মেলবোর্নে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে এ সিদ্ধান্তই যেন কাল হয় টাইগ্রেসদের। লংকান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯১ রান করে। 

দলের হয়ে চার নম্বরে নামা নিগার সুলতানা জ্যোতিই যা একটু লড়াই করেছেন। তবে ৩৯ রান করে ইনিংসের শেষ বলে আউট হলেও দলের পুঁজি বড় করে যেতে পারেননি তিনি। লংকানদের পক্ষে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন শশীকলা সিরিবর্ধনে। এছাড়া ২টি উইকেট শিকার আচিনি কুলাসুরিয়ার।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় শ্রীলংকা। হাসিনি পেরেরা ও চামারি আতাপাত্তুর ৫১ রানের জুটি ভাঙেন নাহিদা আখতার। লংকান অধিনায়ক আতাপাত্তু ৩০ করে ফিরলেও পেরেরা (৩৯*) ও উইকেটরক্ষক ব্যাটসম্যান আনুষ্কা সঞ্জীবনীর ব্যাটে (১৬*) ভর করে ২৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হারে ৮৬ রানের বড় ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭ রানে হারে টাইগ্রেসরা। শেষ ম্যাচে ৯ উইকেটের হারে শূন্য হাতেই দেশে ফিরছে বাংলাদেশ।