• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

করোনা: চিকিৎসা কর্মীদের সহায়তা করবে লর্ডস

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামা ন্যাশনাল হেলথ সাভির্সেস’র (এনএইচএস) চিকিৎসা কর্মীদের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গাড়ি পার্কিং ‍ও মালামাল রাখার জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।


এক প্রেস বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, ‘লর্ডসের কাছাকাছি হাসপাতালের চিকিৎসা কর্মীদের সহায়তা দেওয়া হবে যাতে তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে আরও বেশি মনোযোগ দিতে পারে।’

নিকটবর্তী ওয়েলিংটন হাসপাতাল, ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল এবং হসপিটাল অব সেন্ট জন ও সেন্ট এলিজাবেথে কর্মরত এনএইচএস’র কর্মীদের জন্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৭৫টি কার পার্কিংয়ের জায়গা সরবরাহ করা হয়েছে।

ইতোমধ্যে বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার। প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রিন্স চার্লস-সহ যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ২৩ হাজার লোক। মারা গেছে ১৪০০ জন।