• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

প্রতিশোধ নিয়েই ফাইনালে যেতে চায় নিউজিল্যান্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের লড়াই শুরু হচ্ছে বুধবার (৯ নভেম্বর)। এদিন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। নানা সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে উঠলেও, এই ম্যাচে আফ্রিদি-নাসিমদের তোপে কিউয়ি দেয়াল ভেঙে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যেতে চায় বাবর আজমের দল। 

অন্যদিকে, সুপার টুয়েলভ পর্বের ছন্দ শেষ চারেও ধরে রেখে ফাইনালে যাওয়ার ছকই কষছে ব্ল্যাক ক্যাপসরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে আসলেও মাঠের খেলায় শুরুর দিকে সেটা দেখাতে পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর জিম্বাবুয়ের কাছেও হারের তিক্ত স্বাদ পায় বাবর আজরেমর দল।

এরপরই অবশ্য ঘুরে দাঁড়ায় পাকিস্তান। টানা তিন ম্যাচে বড় জয় আর বিভিন্ন সমীকরণের মারপ্যাঁচ পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে রিজওয়ান-বাবররা।

এবার সেমিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যাদের বিপক্ষে পরিসংখ্যানেও বেশ এগিয়ে আফ্রিদি-বাবররা। ২৮ বারের মুখোমুখি দেখায় ১১ হারের বিপরীতে জয়ের রেকর্ড আছে ১৭ ম্যাচে।

সাম্প্রতিক পারফরম্যান্সেও আশাবাদী পাকিস্তান। গেল মাসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েই ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিলো তারা। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে যেতে চায় পাকিস্তান।

এদিকে, চলতি বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এসেছে শেষ চারে। সেমিফাইনালেও নিজেদের ছন্দ ধরে রেখে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে হারের প্রতিশোধ নিয়েই ফাইলালে উঠতে চায় কেন উইলিয়ামসন বাহিনী।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য):
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, লকি ফার্গুসন।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য):
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।