• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

ইন্দুরকানী প্রতিনিধিঃ ’’নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১০.৩০ মিনিটে দুস্থ/অসহায়ত ব্যক্তিদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল গফ্ফার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, সাংবাদিক এম আহসানুল ছগির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে অসহায়/দুস্থদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করে দিয়েছেন। যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত।